যারা মোজাফফর হোসেনের (Mojaffor Hossain) সাথে মেশেনি তারা বলতে পারবে না এই মানুষটা কতটা অমায়িক। আমার সৌভাগ্য হয়েছিল ২০১৭ বইমেলায় তার সাথে কিছু সময় কাটাবার। মোজাফফর হোসেনের (Mojaffor Hossain) সাথে অনলাইনে পরিচয় প্রায় ১০ বছর হবে হয়ত তবে সাক্ষাতে এবারই প্রথম। এক সাথে মেলায় বেড়িয়েছি আর আলাপ করেছি। বিদায় বেলায় তার কিছু গল্পসংকলন সাথে করে নিয়ে আসলাম। পড়ি, পড়ি করেও এতদিন পড়া হচ্ছিলো না। গত কদিন ধরে পড়ছি তার “অতীত একটা ভিনদেশ”। এই বইটিতে এমন কিছু গল্প আছে আমার মনে হয় পাঠকদের অবশ্যই পড়া উচিত। রবীন্দ্রনাথের হাতে বাংলা ছোটগল্পের শক্তপোক্ত একটা বুনিয়াদ তৈরির পর প্রায় ১০০ বছর ধরে তাঁর পরবর্তী কথা সাহিত্যিকরা সেই বুনিয়াদকে বড় সড় একটা নির্মাণের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। সেই বহমানতাকে বজায় রেখে গত শতাব্দীর নানান বাঁকে ছোটগল্প নিয়ে অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা ঘটেছে, এক একটা সময়ে এক দল নতুন গল্পকার অনেক সফল ছোটগল্প লিখেছেন। বর্তমান সময়েও এ ধরনের তরুণ গল্পকারের অভাব নেই, অনেকেই বেশ ভাল লিখছেন, সুনাম করছেন। তবে কেন জানি না, তরুণ কবিদের নিয়ে যে পরিমাণ মাতামাতি ও প্রচার হয়, গল্পকারদের ঘিরে ঠিক তেমনটা চোখে পড়ে না। অথচ ভাল কবিতা লেখার মতোই ভাল গল্প লেখা খুব সহজ ব্যাপার এমন মনে করার কোনও কারণ নেই। মোজাফফর হোসেন (Mojaffor Hossain) এমনই এক নবীন গল্পকার, যার লেখায় ইতিমধ্যেই স্বতন্ত্র এক স্বাদ তৈরি হয়েছে, তার গল্পগুলোতে সেই স্বাতন্ত্র্যের ছাপ খুব স্পষ্ট। অথচ এই স্বাতন্ত্র্য অর্জন করার জন্য তাকে যে খুব বিরাট ঝুকি নিয়ে আমাদের চেনা জগতের বাইরের কিছুকে আমাদের সামনে হাজির করতে হয়েছে এমন নয়। আমাদেরই চারপাশের জগৎ, আমাদেরই চেনা পাড়া, তারই মধ্যে একটু অন্যরকম বিষয় নিয়ে মোজাফফের নাড়াচাড়া। তাই-মোজাফফরের গল্পের ভাষা, তার বর্ণনা, সংলাপ এসব পড়তে পড়তে আমার মনে হয়নি যে আমি প্ৰথাবিরোধী কারও রচনা পড়ছি, অথচ গল্প পড়া শেষ করে বারবারই মনে হয়েছে তিনি আমাদের যেন নতুন অভিজ্ঞতার স্বাদ দিলেন। তার রচনায় এই অন্তঃশীল ভাঙনের চোরাস্রোত শেষ পর্যন্ত পাঠককে বিপন্ন রাখে।
তার গল্পসংকলনগুলো নিঃসংশয়ে সাম্প্রতিক সময়ের এক ব্যতিক্রমী গল্পসংকলন হিসেবে বিবেচিত হবার যোগ্যতা রাখে। মোজাফফরের আগামী যাত্রাপথের দিকে আমি সাগ্রহে তাকিয়ে থাকব।
তার গল্পসংকলনগুলো নিঃসংশয়ে সাম্প্রতিক সময়ের এক ব্যতিক্রমী গল্পসংকলন হিসেবে বিবেচিত হবার যোগ্যতা রাখে। মোজাফফরের আগামী যাত্রাপথের দিকে আমি সাগ্রহে তাকিয়ে থাকব।
No comments
Post a Comment