দেশবিভাগ এড়ানো যেত কিনা বিভিন্ন সময়ে এ প্রশ্ন জেগেছে মানবতাবাদী অসাম্প্রদায়িক বিদগ্ধ জনের মনে। কিন্তু ইতিহাসের ধারাবাহিকতার দিকে লক্ষ্য রাখলে আমরা দেখব, এককভাবে কোনো একটি বিশেষ কারণকে এই বিভক্তির জন্যে দায়ী করা যাবে না, সুদূর অতীত থেকে বহুদিনের বহু ছােটবড় ভুলের বিন্দু জমে সিন্ধু হল এই দেশবিভাগ। তাই আমরা জানি ইতিহাসের গতি প্রকৃতপক্ষে মানুষেরই সৃষ্টি। সেই জন্যেই মানুষের ভুলের মাশুল মানুষকেই গুনতে হয়—প্রজন্মের পর প্রজন্ম ধরে।
Share /
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment