এই বইটি ফিদেল কাস্ত্রোর সত্যিকারের গোপন জীবনের উপরে এক ভিন্ন ধরনের অন্তর্দৃষ্টি নিক্ষেপ করে। অনেক কিছুই আছে যা অনেককেই হয়ত আশ্চর্য করবে না। কিন্তু বিস্তারিত অনেক তথ্য রয়েছে যা পাঠক হিসেবে আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে, এই ক্ষেত্রে লেখক সানচেজ সফল। অনেক গোপন বিষয়ের বিস্তারিত বিবরণ হয়ত বইটি বিক্রি করতে সহায়ক হয়ছে, কিন্তু পুনরাবৃত্তিপূর্ণ। একই তথ্য বারবার পড়তে এক সময় একঘেয়েমি লেগেছে।
দ্য ডাবল লাইফ অফ ফিদেল কাস্ত্রো - জুয়ান রেইনলডো সানচেজ
দ্য ডাবল লাইফ অফ ফিদেল কাস্ত্রো - জুয়ান রেইনলডো সানচেজ
No comments
Post a Comment