আমার ছেলের বয়স পাঁচ বছর। এই বয়সেই সে আমাকে নানান ধরনের শিক্ষা দেয়। শিক্ষার কোন শেষ নেই তাই ওর কাছ থেকেও আমি শিখি।
টিভিতে যখন হাত উঁচু করা কালো চশমা আর কালো কোট পড়া লোকটার ছবি দেখে তখন সে বলে আব্বু দেখো "বঙ্গবন্ধু" । আমি বলি হ্যাঁ বাবা বঙ্গবন্ধু। লালা-সবুজের পতাকা দেখলে বলে "জয় বাংলা"। আমি বলি হ্যাঁ বাবা "জয় বাংলা"। আমি ওকে বলি জানো বাংলাদেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন, যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালোবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস। আর জ্যোৎস্নারাতে রূপালী কিরণধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি এবং নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হলো তার ভালোবাসা। জানো বাবা তাঁর নাম? শেখ মুজিবুর রহমান।
বহুবছর আগে আহমদ ছফা বলেছিলেন, একদিন এরকমভাবে কোন পিতা হয়ত শোনাবে পুত্রকে বঙ্গবন্ধুর গল্প। আমি সেটাকেই সত্য করে নিলাম মাত্র। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাপ বেটার শ্রদ্ধা।
No comments
Post a Comment