ছােট ছােট দুঃখ-কথার রূপকার হুমায়ূন আহমেদের নিশিকাব্য গল্প নিয়ে বলেছেন আহমদ মোস্তফা কামাল।
‘নিশিকাব্য' গল্পে শহরে চাকরি করা ছেলে হঠাৎ সুযােগ পেয়ে এক রাতের জন্য বাড়িতে এলে যেন এক উৎসব শুরু হয়। নতুন করে রান্না চড়ে চুলায়, পুকুরে ঝাঁপাঝাপি করে গােসল করে দুই ভাই, তার শরীর-স্বাস্থ্য নিয়ে মা-বাবার স্নেহময় উৎকণ্ঠা, আর স্ত্রীর মৃদু লজ্জামাখা আহ্লাদ। এত সহজ ভাষায়, এত মৃদুকণ্ঠে এইসব ছােট ছােট সুখ ও আনন্দের গল্প শােনান তিনি যে মনে হয় জীবনের কোথাও কোনাে কালাে দাগ লেগে নেই। মাত্র কয়েক ঘণ্টা পরে ভােরের ট্রেন ধরতে বেলা ওঠার আগেই বাড়ি ছাড়তে হয় তাকে, কিন্তু পেছনে রেখে যায় এক অপার ভালােবাসার গল্প। ছােট্ট একটি গল্প। এমনকি তেমন কোনাে ঘটনাই ঘটে না, তবু বুকের গভীরে যেন একটা ছাপ রেখে যায়। মনে হয়, জীবন কত সুন্দর, কত প্রেমময়!
বাংলা গল্পের উত্তরাধিকার
আহমেদ মোস্তফা কামাল
‘নিশিকাব্য' গল্পে শহরে চাকরি করা ছেলে হঠাৎ সুযােগ পেয়ে এক রাতের জন্য বাড়িতে এলে যেন এক উৎসব শুরু হয়। নতুন করে রান্না চড়ে চুলায়, পুকুরে ঝাঁপাঝাপি করে গােসল করে দুই ভাই, তার শরীর-স্বাস্থ্য নিয়ে মা-বাবার স্নেহময় উৎকণ্ঠা, আর স্ত্রীর মৃদু লজ্জামাখা আহ্লাদ। এত সহজ ভাষায়, এত মৃদুকণ্ঠে এইসব ছােট ছােট সুখ ও আনন্দের গল্প শােনান তিনি যে মনে হয় জীবনের কোথাও কোনাে কালাে দাগ লেগে নেই। মাত্র কয়েক ঘণ্টা পরে ভােরের ট্রেন ধরতে বেলা ওঠার আগেই বাড়ি ছাড়তে হয় তাকে, কিন্তু পেছনে রেখে যায় এক অপার ভালােবাসার গল্প। ছােট্ট একটি গল্প। এমনকি তেমন কোনাে ঘটনাই ঘটে না, তবু বুকের গভীরে যেন একটা ছাপ রেখে যায়। মনে হয়, জীবন কত সুন্দর, কত প্রেমময়!
বাংলা গল্পের উত্তরাধিকার
আহমেদ মোস্তফা কামাল
No comments
Post a Comment