সাল উনিশ ছিয়ানব্বই, এই ইচঁড়ে পাকা ছেলেটার একটা ক্ষুদ্র কবিতার বই প্রকাশ হয়। সব রাজনৈতিক কবিতা, আমরা (সব্যসাচী হাজরা ও আমি) তখন ছাত্র ইউনিয়ন করতাম। আমার লেখা ও সব্যের আঁকায় যৌথ প্রয়াস। কাঁচা কাঁচা শব্দে লিখেছিলাম, সুউন্নত বুকে তার খেলা করে রোদের যৌবন। / বুকে মাথা সৈনিক সবুজের বুক চিরে একটি জনপদ জেগে র’য় / অজস্র সৈনিক জেগে আছে সেখানে / তারা অষ্টপ্রহর সূর্যের বুক ঘেঁটে খোঁজে রোদের আবীর। / ডায়েরীতে দাগ কেটে লিখে রাখ দিন চুমু খায় অজস্র গ্রেনেডে / বীভৎস অত্যাচারের স্মৃতি বুকে নিয়ে / প্রচণ্ড ক্রোধে গর্জায় রাইফেল।
আরও একটু পড়াশোনার পর জানতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় লেখা কবিতার যেসব বিষয়ের বৈশিষ্ট্যপূর্ণ রচনাশৈলী আছে, সেগুলিকে মোটামুটি ৫১টি ধরনে ভাগ করেছেন বিশেষজ্ঞরা। সেই ৫১ ধারা এখনও শিখতে পারিনি। তাই কবিতা লেখায় নির্বাসন নিয়েছি আজ বহু বছর। কিন্তু কাব্যের প্রতি মমতাবোধ কি নির্বাসনের জিনিস! মাঝে মধ্যে তাই ঝলকানি দেয় আবার নিভেও যায়। আজ কিছু অনুভূতি হঠাৎ গুছিয়ে বলার প্রয়াস পেলাম।
র্ষা - রিটন খান
আমি একজনকে চিনি
সদ্বংশে কুলাঙ্গার উনি।
থাকেন মালাবার দেশে
হিংসা ঝাড়েন কেশে।
উনি বিমল মিত্রের ফ্যান
পরনিন্দায় তার বেশ জ্ঞান।
শুনেছি তার খুব রাগ
র্ষা কাটেন বেশিরভাগ।
মা বলতেন শোনরে মানিক
কর্ম করবি নিরবাঁধুনিক।
ক্রোধ হিংসা যারা করে
আপনি আপনি কেঁদে মরে।
বিঃদ্রঃ সংসারে তোমাকে কেউ হিংসে না করলে তোমার মাথাই বা উঁচু থাকবে কি করে? - বিমল মিত্র
আরও একটু পড়াশোনার পর জানতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় লেখা কবিতার যেসব বিষয়ের বৈশিষ্ট্যপূর্ণ রচনাশৈলী আছে, সেগুলিকে মোটামুটি ৫১টি ধরনে ভাগ করেছেন বিশেষজ্ঞরা। সেই ৫১ ধারা এখনও শিখতে পারিনি। তাই কবিতা লেখায় নির্বাসন নিয়েছি আজ বহু বছর। কিন্তু কাব্যের প্রতি মমতাবোধ কি নির্বাসনের জিনিস! মাঝে মধ্যে তাই ঝলকানি দেয় আবার নিভেও যায়। আজ কিছু অনুভূতি হঠাৎ গুছিয়ে বলার প্রয়াস পেলাম।
র্ষা - রিটন খান
আমি একজনকে চিনি
সদ্বংশে কুলাঙ্গার উনি।
থাকেন মালাবার দেশে
হিংসা ঝাড়েন কেশে।
উনি বিমল মিত্রের ফ্যান
পরনিন্দায় তার বেশ জ্ঞান।
শুনেছি তার খুব রাগ
র্ষা কাটেন বেশিরভাগ।
মা বলতেন শোনরে মানিক
কর্ম করবি নিরবাঁধুনিক।
ক্রোধ হিংসা যারা করে
আপনি আপনি কেঁদে মরে।
বিঃদ্রঃ সংসারে তোমাকে কেউ হিংসে না করলে তোমার মাথাই বা উঁচু থাকবে কি করে? - বিমল মিত্র

No comments
Post a Comment