আমাদের কল্পনা করতে ভালেলাগে যে নিঃসঙ্গতা সর্বজনীন। আসলে তা নয়। লেখক নিঃসঙ্গতাকে আধুনিক যুগের একটি বহুমুখী পণ্য হিসেবে দেখছেন। আমরা সাধারণত ধারণা করে থাকি যে বার্ধক্যে অনিবার্যভাবে আসানিঃসঙ্গতা একটি স্বাভাবিক বিষয়। এর বাইরেনিঃসঙ্গতার কারন হিসেবে নতুন প্রযুক্তির উপর দোষারোপ করার পরিবর্তে আমাদের নিঃসঙ্গতাকে লেখক ঐতিহাসিক ভাবে বোঝার চেষ্টা করেছেন।
আলবার্তি মনে করেন, যে নিঃসঙ্গতার সাথে আমাদের সকলেরই কমবেশি পরিচিতি রয়েছে তা কয়েকশো বছর আগেও ছিল অপরিচিত। বর্তমানে শব্দটি একটি নতুন অর্থ গ্রহণ করেছে।
নিঃসঙ্গতার জীবনী বইটিতে ফে বাউন্ড আলবার্তি এমন একটি ধারণার ইতিহাস অনুসন্ধান করেছেন যা আজকের সময়ে বেশ মৌলিক বলে মনে হলেও এটি প্রায় ১৮০০ সালের দিকে উদ্ভাবিত একটি ধারনা।
সাহিত্য, সোশ্যাল মিডিয়া এবং কুইন ভিক্টোরিয়া সহ নানান ধরনের কেস স্টাডিজে আলবার্তি এই আধুনিক ধারণাকে পুনরায় মূল্যায়ন করার চেষ্টা করেছেন সাথে এর প্রতিকার ও প্রতিরোধের উপায় নিয়েও আলোচনা করেছেন।
বইটিতে মূলত কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে;
* একাকীত্ব বা নিঃসঙ্গতার আদি এবং বর্তমান ধারনার মধ্যে পার্থক্য।
* Millennials দের একাকীত্ববোধের জন্য সোশ্যাল মিডিয়াকে আসলেই দোষ দেওয়া যায় কিনা?
* নিঃসঙ্গতার উত্থানের জন্য কি কি দায়ী এবং এগুলো থেকে পরিত্রাণের উপায়।
No comments
Post a Comment